আমাদের কথা
নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়টি রংপুর বিভাগের নীলফামারী জেলার সদর থানার ৭ নং ওয়র্ডের হসপিটাল রোডের জুম্মাপাড়ায় অবস্থিত। বিদ্যালয়টি ১৯৪৫ সালের ১লা জানুয়ারী স্থাপিত হয়ে আজ অবধি সফলভাবে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের EIIN নং- ১২৫০৬২। বিদ্যালয় ID NO: 1229281 বিদ্যালয়টি মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখাসহ ৫ম হতে ১০ম শ্রেনিতে মোট ছাত্রীর পরিমান প্রায় ১৩৫০ জন। বিদ্যালয়টিতে ৪০জন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী রয়েছে।