SCMS SCMS
Invalid content

স্কুল ইতিহাস

নীলফামারী জেলার নারী শিক্ষার উন্নয়নের জন্য স্থানীয় শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গের অনুপ্রেরনায় ১৯৪৫ সালে নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে মুখ্য ভুমিকা পালন করেন জনাব নাজিমুদ্দিন আহম্মেদ । তৎকালিন সময় প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন জনাব আমেনা বেগম। এখানে উল্লেক্ষ্য নীলফামারী সদর - ০২ আসনের মাননীয় সাংসদ জনাব আসাদুজ্জামান নূর (এম.পি) মহোদয়ের পিতা ও মাতা বিদ্যালয়টির প্রতিষ্ঠাক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করেন। প্রতিষ্ঠালগ্নে তৃতীয় শ্রেনী হতে দশম শ্রেনী পর্যন্ত পাঠদান চলতো এবং নীলফামারী উচ্চ ইংরেজী বালিকা বিদ্যালয় নামে পরিচিত হত। ১৯৭০ সালের ১লা ফেব্রুয়ারীতে বিদ্যালয়টি জাতীয় করন করা হয়। জাতীয় করনের সময় নিচ ধাপের দু’টি শ্রেনীবাদ দিয়ে পঞ্চম শ্রেনী হতে দশম শ্রেনী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু রাখা হয়। অদ্যাবধি বিদ্যালয়টিতে সুচারুভাবে পাঠদান চলছে । ২০১০ খ্রীঃ থেকে প্রভাতি ও দিবা শাখায় পাঠদান চলছে। বর্তমানে বিদ্যালয়ের দুই শাখায় প্রায় ১৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।